Sisirkumar Daser Moulik Bangla Sahitye Pratifalita Darshan O Manan
No Thumbnail Available
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Abstract
শিশিরকুমার দাশের সর্বভারতীয় মান্যতা বৈদগ্ধ্যপূর্ণ পাণ্ডিত্যের কারণে হলেও সৃজনশীল সাহিত্যেও তিনি সমান পারদর্শী। বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যার অলিন্দে তিনি স্বচ্ছন্দ পদচারণা করেননি। তাঁর হাত ধরে বাংলা সাহিত্যে সংযোজিত হয়েছে বহু অতুলনীয় সম্পদ। তা সত্ত্বেও তাঁর সৃজনশীল সাহিত্যগুলি আজও অনালোচিত, অচর্চিত। এমন একজন প্রতিভাবান মানুষের সমগ্র সৃষ্টি বিস্মৃতির অন্তরালে থেকে যাওয়া তাঁর ওপর যেমন অবিচার, পাশাপাশি অবিচার বাংলা সাহিত্যের প্রতি। তাই বিস্মৃতির অন্তরালে থাকা শিশিরকুমার দাশকে নতুন করে আবিষ্কার ও সাহিত্য সমাজের কাছে উপস্থাপন করার লক্ষ্যে তাঁর বৈচিত্র্যপূর্ণ সৃজনশীল কর্মকাণ্ডের কাছে এই হাঁটুমুড়ে বসা।
গবেষণা-সন্দর্ভটি ভূমিকা ও উপসংহার ব্যতিরেকে পাঁচটি অধ্যায়ে বিন্যস্ত। এছাড়া রয়েছে তিনটি পরিশিষ্ট অংশ।
প্রথম অধ্যায়-এর শিরোনাম ‘শিশিরকুমার দাশের কবিতা: দর্শনগত প্রজ্ঞার প্রকাশ’। চারটি কাব্যগ্রন্থ ও বিভিন্ন অগ্রন্থিত কবিতায় সময়ের সঙ্গে পর্যায়ক্রমিকভাবে কবির কাব্যদর্শনের বিস্তর বাঁকবদল ঘটেছে। ফলে বদলে গেছে কবিতার ভাব, ভাষা ও নিহিত আত্মদর্শন। এই অধ্যায়ে তাঁর কবিতার এই বাঁকবদলের চিত্রই তুলে ধরা হয়েছে।
দ্বিতীয় অধ্যায়-এর বিষয় ‘শিশিরকুমার দাশের নাটক: চেতনা ও প্রজ্ঞার দার্শনিক উদ্ভাসন’। দীর্ঘ পাঁচ দশক ধরে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সমৃদ্ধ হয়েছে তাঁর নাট্যসাহিত্য। এই অধ্যায়ে মোট বিয়াল্লিশটি মৌলিক বাংলা নাটকের সংক্ষিপ্ত বিশ্লেষণ করে নাটকগুলিতে শিশিরকুমার দাশের যে দর্শনের প্রকাশ ঘটেছে তা তুলে আনা হয়েছে।
তৃতীয় অধ্যায়-এর আলোচনা এগিয়েছে শিশিরকুমার দাশের তেরোটি বাংলা প্রবন্ধগ্রন্থ ও প্রায় শতাধিক অগ্রন্থিত প্রবন্ধগুলিকে কেন্দ্র করে। শিরোনাম ‘শিশিরকুমার দাশের প্রবন্ধ: বোধিচর্চার বহুমাত্রা’।
চতুর্থ অধ্যায়-এর কেন্দ্রবিন্দু ‘শিশিরকুমার দাশের কথাসাহিত্য ও অন্যান্য আখ্যানধর্মী রচনা: সময়, সমাজ ও দর্শন’। এই অধ্যায়ে তাঁর দু-টি উপন্যাস, আটচল্লিশটি ছোটোগল্প, একটি আখ্যানগ্রন্থ, মুক্ত গদ্য ও ছদ্মনামে রচিত কিছু ব্যঙ্গাত্মক রচনা ঘিরে তাঁর সমাজ বিষয়ক ভাবনার সন্ধান করা হয়েছে।
পঞ্চম অধ্যায়-এর ভাবনা বিস্তারলাভ করেছে শিশু-কিশোরকেন্দ্রিক ছড়া, উপন্যাস, নাটক ইত্যাদি সাহিত্যগুলিকে কেন্দ্র করে। শিরোনাম ‘শিশিরকুমার দাশের শিশু-কিশোর সাহিত্য: শিশু-কিশোর মনের বিচিত্র অবলোকন’।
শিশিরকুমার দাশের সৃষ্টির সার্বিক মূল্যায়নের লক্ষ্যে পরিশিষ্ট ১ ‘শিশিরকুমার দাশের অনুবাদ: সীমা ও সম্ভাবনা (নির্বাচিত গ্রন্থ অবলম্বনে)’ অংশে তাঁর অনুবাদ গ্রন্থগুলি নিয়ে আলোচনা করা হয়েছে।
পরিশিষ্ট ২ অংশের ভাবনা— যৌথভাবে রচিত ‘শাশ্বত মৌচাক: রবীন্দ্রনাথ ও স্পেন’ এবং ‘বিতর্কিত অতিথি: রবীন্দ্রনাথ ও চীন’ গ্রন্থ দুটি। শিরোনাম ‘শিশিরকুমার দাশের ভাবনায় রবীন্দ্রনাথ: বিশ্বের দরবারে অভ্যর্থনা ও প্রত্যাখ্যান’।
পরিশিষ্ট ৩ অংশে আছে শিশিরকুমার দাশের একটি পূর্ণাঙ্গ জীবনপঞ্জি। এই পরিসরের শিরোনাম ‘শিশিরকুমার দাশের জীবন: কিছু উল্লেখযোগ্য তথ্য’।
Description
Keywords
Sisirkumar Das, Moulik Bangla, Sahitye Pratifalita Darshan